Header Ads

1 / 5
1 / 5
1 / 5
1 / 5
1 / 5

চন্দনী রাখো হাওয়া / অমিত ত্রিবেদী

সত্য চর্চিত নাকি আতরী কৃপণ রসায়ন?
চন্দনের গন্ধে মন কিরকম ভালো হয়ে যায়।
পাশে এসে বসো সহযাত্রিনী! সঙ্গ-ঘ্রাণে মন
কিছুটা শীতল হোক। স্বস্তির এ সাজানো উপায়।


প্রকৃত চন্দনকাঠ হোক বা সে কৃত্রিম কিছু

চন্দনী রাখো হাওয়া, আজীবন থাক পিছুপিছু
নিছক এ গাত্রগন্ধ
, কাছে থাকো না থেকে নিকট
সকল ঋতুতে থাকো--ইচ্ছেমেঘে যেরকম থাকে ছায়ানট!







কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.