স্মৃতি / সুদীপ ঘোষাল
অঙ্কণঃ সঞ্জীব
সোহিনীর একটা বড় বাক্স ছিল। সোহাগি দুপুরে অবসর পেলেই বাক্স খুলে বসত সে। তার পাশে বসত তার ছয় বছরের মেয়ে। বাক্সের ভিতরে থাকত ছেলেবেলার চিঠি,পুরনো বই আর নানারকমের সাজ। সোহিনী ছয় বছরের মেয়ে হয়ে যেত সহজেই। দুজনে সাজত নানা ঢঙে।তখন ভুলে যেত মান,অভিমান বা সংসারের কথা। পেখম মন জুড়ে ভেসে উঠত বিলাসী শৈশব।
তার মেয়ে বলত মা আমাকে একবার বাক্সটা দাও।
সোহিনী বলত এই তো,তোমার কাছেই আছে।
মেয়ে বলত বাবাকে বাক্স খুলে দেখাও না কেন?
সোহিনী বলত সবাইকে এসব দেখানো যায় না। এসব ছেলেখেলা আর পাগলামির জিনিস। রসিকজন ছাড়া এই রঙিন শৈশবের খেলনা সমাদর পায় না।
মেয়ে অতসব না বুঝে কাঁচের চুড়ি হাতে গলিয়ে বলল, আমি এখন মা হয়ে গেছি। আমাকে মা বলে ডাক একবার।
সোহিনীর বাক্সের ভিতরে ফুটে উঠল শরত -শিউলির স্মৃতি জুড়ে মায়ের মরমি মুখ।
কোন মন্তব্য নেই