Header Ads

1 / 5
1 / 5
1 / 5
1 / 5
1 / 5

সুইসাইড পয়েন্ট / হিয়া মুখার্জী



লেখো বিস্মৃতি
লেখো বিষাদ

লেখো মেঘেদের ঠোঁটে ঠোঁটে
কিভাবে ভেসে রয়েছ
অলীক উন্মাদনা

লেখো মল্লারে ভেসে যাচ্ছে
আরো একটা অভ্রান্ত
বাইশে শ্রাবণ

লেখো মেধা

লেখো বন্দিশ

লেখো পূর্বজন্মের খিদে
যা বাহ্যত তোমায়
অবশ করে রাখছে পূর্বাপর

লেখো নিগূঢ়তম কষ্ট
যা হাতের তালুতে
মুহূর্ত কথার মত
মাখামাখি হয়ে থাকছে অনায়াসে
 

জাহাজি ছেলেটিকে ভাবো
প্রথাগত ভাবে

ঘুম ও বাদামী সংক্রমণের
কথা ভাবো

লেখো ধীবরদের গ্রাম

প্রতিসারিত রোদ ও বনচ্ছায়া

তরাই এর নিটোল দুপুর

ব্যর্থ পিকনিক

পারিপার্শ্বিকতাহীন
শীতল গম্বুজ

লেখো অবগাহন

আকাশ প্রধান উপজাতি

লেখো স্নানান্ত

বিকেল বেলার মত শোক

যা হলুদ চাদরে ঘেরা
ও যথাযথ শুশ্রূষা ঘন

লেখো প্রেম নয়
প্রেম নয়

প্রেম হতে পারে না কখনো

স্নায়ুতন্তু মুঠো ভরে নাও
যথেষ্ট উচ্চতা লেখো
রেলিঙের উপক্রমণিকা

লেখো বিধিবদ্ধ সতর্কীকরণ

লেখো প্রথাগত ভাবে
সে তোমাকে বোঝেনি আদৌ

পরিশেষে শৈশব মুদ্রা

লেখো পর্বতারোহীর ব্যথাবোধ

যা কিনা ঢালু ও মসৃণ

লেখো ও শান্ত ভঙ্গীতে
একবারো পিছনে না ফিরে
অনায়াসে
মৃদু সৌষ্ঠবে
ঝাঁপ দাও

অলঙ্করণ-সঞ্জীব


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.