তিনটি কবিতা / দেবাশীষ জানা
ভাবনা
চারিপাশে মিথ্যের ঘেরা লাগে
মিথ্যের ঘোর লাগে
সবকিছু ঝাপসা হয়ে আসে
সর্বাঙ্গে কাঁটা লাগে
তবুও ঘষা কাচের চোখ দিয়ে তোমায় দেখি
আর ভাবি,
আমার মধ্যে যে এই এত তোলপাড় সারাক্ষণ
তা কি তোমার মধ্যেও চলে?
নাকি, খোলসে - খোলসে পরিবৃত চেতনা
শুধু একা একা কথা বলে।
সবকিছু ঝাপসা হয়ে আসে
সর্বাঙ্গে কাঁটা লাগে
তবুও ঘষা কাচের চোখ দিয়ে তোমায় দেখি
আর ভাবি,
আমার মধ্যে যে এই এত তোলপাড় সারাক্ষণ
তা কি তোমার মধ্যেও চলে?
নাকি, খোলসে - খোলসে পরিবৃত চেতনা
শুধু একা একা কথা বলে।
আত্মপক্ষ সমর্থন
এখন এই প্রাতিষ্ঠানিক হাত যদি
তোমায় নিয়ে লিখতে বসে
অযুত মাইল জুড়ে পুড়ে যাওয়া শস্যখেত বলে ওঠে
খুব সত্য লেখাটা এতটাও সহজ নয়
আজ হাতে হাতে ঠোকা লেগে
অজান্তে যেসমস্ত মৃদু ক্ষয়,
যে হাতের আঙুলে তোমারই রক্ত দাগ
সেই হাতে প্রেমকাব্য লেখা সমীচীন নয়।
অযুত মাইল জুড়ে পুড়ে যাওয়া শস্যখেত বলে ওঠে
খুব সত্য লেখাটা এতটাও সহজ নয়
আজ হাতে হাতে ঠোকা লেগে
অজান্তে যেসমস্ত মৃদু ক্ষয়,
যে হাতের আঙুলে তোমারই রক্ত দাগ
সেই হাতে প্রেমকাব্য লেখা সমীচীন নয়।
সহন
আমার আর কারও সাথে কথা বলতে
ভালো লাগে না
গাছেরা যদি এত যুগ ধরে
স্থির হয়ে আছে কোনো কথা না বলে
ধ্যানস্থ ঋষিমন
সীমাহীন সহন
আমাকেও এক প্রাচীন বৃক্ষ বানাও
তুমি সর্বাঙ্গে পরিয়ে দাও
অপরূপ প্রেমের বাকল।
ভালো লাগে না
গাছেরা যদি এত যুগ ধরে
স্থির হয়ে আছে কোনো কথা না বলে
ধ্যানস্থ ঋষিমন
সীমাহীন সহন
আমাকেও এক প্রাচীন বৃক্ষ বানাও
তুমি সর্বাঙ্গে পরিয়ে দাও
অপরূপ প্রেমের বাকল।
অলঙ্করণ-সঞ্জীব
কোন মন্তব্য নেই