Header Ads

1 / 5
1 / 5
1 / 5
1 / 5
1 / 5

দুটি কবিতা / পার্বতী রায়, শৈলেন চৌনী

শ্যাওলাদের জমানায়
পার্বতী রায়
তোমাকে কিছু বললেই আকাশের মুখ ভার 
পাতারাও  চুপচাপ
আর কতক্ষণ লুকিয়ে থাকবে প্রিয়ম
তোমার রোদ্দুর
আমার মেলানিন
এখন অন্য  কথা বললে মৌমাছিদের  ট্রেন ফিরে যাবে
কিছুটা দূরেই টিপছাপ দিচ্ছে পাখিরা
অন্ধকারে ওরা খুব অসহায় এই গান  আগেতো   শুনিনি 
ঘুণ পোকাদের রাত বাড়লে
মনটা  কুঁচকে যায়
পিঠের ব্যথায় হটব্যাগ বেসামাল ....
এখন কি একটু ধীরে ধীরে চলবে  প্রিয়ম শ্যাওলাদের জমানায় !



রোদমিলা-২

শৈলেন চৌনী 

রোদমিলা, আজ তোমার শহর ভেসে যাচ্ছে প্রবল বর্ষণে
রাস্তাগুলো এখন জলাধার, ঢল নামবে আরো
জলের উচ্ছ্বাস বাড়ার আগেই আমি পৌঁছুতে চাই তোমার বুকে
আমি কি পৌঁছুতে পারবো আজ এই বৃষ্টিলগ্ন পেরিয়ে?
জানো রোদমিলা, আমার চোখের জল বুনে দিয়েছি এই বৃষ্টিপাতে
জল কেবল বাড়ছেই, জলের উচ্ছ্বাসে লণ্ডভণ্ড হয়ে যাচ্ছে নগরীর বাড়িগুলো
রোদমিলা, তোমাদের বাড়িটা ভেসে যাবার আগে হবে কি দেখা তোমার সাথে?
তোমার শহর আজ ভেসে চলছে আমার বুকে
আমি ভেসে যাচ্ছি তোমার শহর নিয়ে...

রোদমিলা, তবুও কি হবে না দেখা আমাদের?


অলঙ্করণ-চিন্ময় মুখোপাধ্যায়



কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.