Header Ads

1 / 5
1 / 5
1 / 5
1 / 5
1 / 5

দুটি কবিতা / সন্তু বিশ্বাস, শম্পা মাহাতো

পাহাড়, অরণ্য একফালি মেঘ
সন্তু বিশ্বাস

কর্কটক্রান্তির কথা বললেই আমার বড়ো কৃষ্ণনগরের কথা মনে পড়ে

বাসস্ট্যান্ডে তুমুল হইচই, দালালের হাত টানাটানি
একমুহূর্ত 'নড়ে না চড়ে না ঝুম 'খেলি
বারবেলায় রোদ ঠিকরায়কোনো রেখা চোখে পড়ে না -

মেঘ বলেছে পাহাড় ছোঁবে
অরণ্যও ছাড়বার পাত্র নয়
এখন ঋতুপরিবর্তন স্পষ্ট বুঝি
গম্ভীর বিষণ্ণতার টান পাড়াপাড়ি কঠিন সজীবের ফাঁকে
চোখ জুড়ে তরল বৃষ্টির উসকানি;

অপর্ণা, এই যে, হ্যাঁ তোমাকেই বলছি
মনে মনে কর্কটক্রান্তি জুড়ে দিলেই আকাশ ভাগ হয়না...
       
  


গোলাপ
শম্পা মাহাতো

ইতিহাসের মলাট থেকে বেরিয়ে এলো গোলাপ
গোলাপ টাকে স্পর্শ করা মাত্র একটা সরবর তৈরি হল
কিন্তু গল্পটা এগোল না আর।

রাংতার মোড়ক অবিকল একই আছে
সীমাহীন প্রত্যাশা জর্জরিত হয়ে
কিন্তু তাতে কিছু যায় আসে না।

বিকেল টপকে সন্ধ্যে নামে ঝুরোধূসর রঙের
গোলাপের পাপড়ি খসে তৈরি হয় রাস্তা
আমরা পরস্পর কে ডিঙ্গিয়ে চলি সযত্নে।   

অলংকরণ- নচিকেতা মাহাত


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.