যাবে?
কোন দিকে যাবে?
ধ্রুবতারা ঢেকে আছে মেঘে,
আরো একটু দেখেই যাও
একখুনি ছুটোনা আবেগে।
নেবে?
আর কি কি নেবে?
একতারা গিয়েছে বিকিয়ে,
এখানেই শেষ নয় তবু?
আর কত নিচে যে নামবে।
পোড়াবে?
আর কি পোড়াবে?
ছাই হলো কয়লার খনি,
আমিও পুড়বো সেই সাথে
একা একা পুড়োনা এখনি।
অলংকরণ- সঞ্জীব
বেশ
উত্তরমুছুন