Header Ads

1 / 5
1 / 5
1 / 5
1 / 5
1 / 5

দুটি কবিতা / নবকুমার পোদ্দার, নীলিমা দেব

এখানে মাধ্যাকর্ষণ শক্তি ইশারায় চলে
নবকুমার পোদ্দার

এক প্রস্থ বুলাদি নিয়ন্ত্রণ রেখায়
গাঙের জল দৌপ্রদী
আকাশে কামনার বহিরাগত প্রতিষ্ঠান বিষয়বস্তু 
ছাউনি রাফখাতা নিমগাছ
আবার একটা আরবসাগর প্রতিফলন;
সাবধানী সমীপেষু গুপ্তচর গুনে গুনে
হরফ স্বাস্থ্য ফনা কিনবে!



স্লো মোশন রাত
নীলিমা দেব
 
নৈশব্দের মিছিলে দাঁড়িয়ে
একা নিশিবৃক্ষ
দৃশ্য থেকে অদৃশ্য 
নক্ষত্রের নামাবলী গায়  

অস্পষ্ট দূরত্বে
ছায়ামানবীর শরীরে তীব্র রি রি
আহত শীৎকার
পলাতক বাতাসে বিষাদের ক্লো
হাড়হদ্দ ধোঁয়াশা ...

শিকারী প্রেম জানেনা
আলোর ডাইম্যানশন
আঁধারেই খোঁজে বাইপাস
লেফট-রাইট  লেফট-রাইট

ঢলতে ঢলতে
                  টলতে টলতে
প্রায় কাছাকাছি আসে                অলস রাত
          বড্ড স্লো মোশন


অলংকরণ- সঞ্জীব


















কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.