Header Ads

1 / 5
1 / 5
1 / 5
1 / 5
1 / 5

দুটি কবিতা / সুপ্রতীম সিংহ রায়

কবিতা লেখার আগে

স্টেশন পেরিয়ে শেষ ট্রেন চলে গেলে
এই সমস্ত ছায়া-লেখা
অকস্মাৎ বড় নির্জন মনে হয়।
ফুটপাথ জুড়ে দেখি অনবরত নিসর্গ বাস
একা একা সমস্ত অপরাধ ছাপ,
                               হাত....মাথা....পা...
অথবা কিছু রক্তদাগ পড়ে আছে।
অসুখে জেগে ওঠে যে সব শব্দছক
মিউনিসিপালিটির দারোয়ান শেষ হুইসেল বাজালে
তারাও দূরে চলে যায় বিলকুল।
আর আমি
           বোবা, ক্রমশ বোবা হচ্ছি আরও
তোমাকে নিয়ে আবার কিছু কবিতা লিখব বলে।



অমীমাংসিত

আরেকটু হলেই দাঁড়িয়ে পড়তাম রেড রোড মাঝে
সৈন্যরা গর্জন করে ফিরে যায় মূহুর্মূহু
পোশাকে তাদের হিস্ট্রি নোটস এর গন্ধ
বুঝিনি এই সব ওয়ান বিএইকে,
হাম দো এক কামরে মে....
কেবল উপন্যাসেরই কপিরাইট আনে।
আর বাকিটুকু ল্যাম্পশেডে অসুখী রক্তক্ষরণ
জীবন মানে যে ক্রমশ একলা মানিয়ে নেওয়া...
শতাব্দী শেষেও সেটা বুঝে উঠিনি তোমার মৃতদেহ ছুঁয়ে বসে।

অলঙ্করণঃ চিন্ময় মুখোপাধ্যায়



 



কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.