Header Ads

1 / 5
1 / 5
1 / 5
1 / 5
1 / 5

ডাকহরকরা / সঞ্জীব চট্টোপাধ্যায়

রাত শেষে চলে যাচ্ছে স্মৃতি ঘুম
একসময় প্রশ্রয় পেয়ে জেগে কাটিয়েছে-

বিজয়ের সাথে পাল্লা দিতে দিতে
আমি যখন বিষণ্ণ হয়ে পড়তাম,
কিম্বা গোলাপের পাপড়ি গুলো যখন
কাগজের পাতা থেকে জীবাশ্ম হয়ে খসে পড়ত,
ঠিক তখনই উপন্যাসের নায়িকা এসে বলতো
কু ঝিকঝিক, আজ কিন্তু বৃষ্টি নামাবো।

আটপৌরে স্মৃতির মেয়াদ ফুরোতে না ফুরোতে
অনুমোদন পাওয়া যেত আরও এক ট্রিপের।

বিকেল হয়ে যাওয়া এই প্রেম ডাকহরকরা
ভীষণ সফোকেটিং, দেউলিয়া-
এই পথ চলেছে। সাথে আমিও চলেছি বেশ
এক হাত স্টিয়ারিং এক হাত ধোঁয়া অভ্যেস।



কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.