Header Ads

1 / 5
1 / 5
1 / 5
1 / 5
1 / 5

মহাজীবন / শুক্লা সাহা

সারারাত আধোজাগরণে-
চির অন্তরতম মেঘজ্যোৎস্নায় মৃত্যু হল আমার!
কিছু খসা তারা ডুবে গেল জলের ভিতর
কিছু হাওয়া ফিরে গেল শ্রাবণের কোলে,
কিছু বৃষ্টি ভেজা শীত, কিছু ফাল্গুন মাস
'আমি নেই' বোধের বুকে ডুব দিল।
শুধু যত গতকাল, বিরহসময়
অপেক্ষায় ছিল মেঘের মতন
দুচোখ ভরে নবজাগরণে তারাই পেল প্রাণ,
জলরঙা মৃত্যুর ভিতর ডুবে থাকা আমি
হতবাক মহাজীবনের প্রজাপতি হয়ে
 
উড়ে যাই ফেরারি ভেলায়...





কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.