Header Ads

1 / 5
1 / 5
1 / 5
1 / 5
1 / 5

দু'জনার ঘর / নির্মাল্য বিশ্বাস

হিমালয়ের বুকে মন্দাকিনী প্রবাহমানা হলে
অলকানন্দার দীর্ঘশ্বাস গাঢ় হয়ে ওঠে।
কোন এক আকাশের রাতজাগা তারা
খুঁজে বেড়ায় ত্রিকোণ প্রেমের পৌনঃপুনিক দূরত্ব।
এক ফসলা জমি থেকে
দু'ফসলা জমি
মাঝের পথে বিছানো নুড়ি,কাঁকড়,বালি;
আরও কত নিস্তরঙ্গ নদী
আকাশের ঘর ছেড়ে ওই পথেই
সমুদ্রের ঠিকানা খোঁজে বোহেমিয়ান চাঁদ।
হিমালয় প্রেম জানে না,
ভালবাসা বোঝে না,
শ্রদ্ধা করাতে শেখায়।
দারুচিনির নুয়ে পড়া ডালের
লজ্জাবস্ত্র নিয়ে এবার মাথা নোয়াও চাঁদ।
আকাশের পদধূলি লেগে আছে
তোমার শ্বেতশুভ্র জোছনায়।
তুমি তো জানো না
তৃতীয় মানুষ এলে দু'জনার ঘর ভাঙে!


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.