Header Ads

1 / 5
1 / 5
1 / 5
1 / 5
1 / 5

সবকিছু চেনা চেনা লাগে / পবিত্র আচার্য্য

আটটা পাঁচের লোকাল ট্রেনটা খুব চেনা 
একই ট্র্যাক, স্বাভাবিক গতিতে ছুটছে রোজ রোজ
ঝড়-বৃষ্টি-রোদ নিয়ে যেভাবে এগিয়ে যায় সবকিছু
এখানে সবকিছু চেনা চেনা লাগে
আসলে সব চেনাই যে বাইরেটাকে দেখা

সর্বাঙ্গে বালির পোশাক গ্রহণ লাগা মুখ
কে তাঁকে এমন সাজাল প্রশ্নেরা খেলা করে
ছায়া সরে গেলেও, সীমাবদ্ধতাই চেপে ধরবে গলা
হুইসেলে দৌড়াতে হবে জানা, তবুও তো চোখে
বাদল ঘনিয়ে যায় সকলেরই

মুক্তি কি মায়ার আঁচল ছোঁয় কখনও
শরীরের অর্গল খুলে এগিয়ে চলেছে আটটা পাঁচের ট্রেনটা
সেই মন্দাক্রান্তা গতি...সেই চেনা সহযাত্রীর ঢল...
শুধু শেষ যাত্রার ঠিকানা বদলে গেছে...

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.