Header Ads

1 / 5
1 / 5
1 / 5
1 / 5
1 / 5

কিছু কিছু মানুষ / অনির্বাণ ভট্টাচার্য

কিছু কিছু মানুষ দুঃখ আয়োজন করে ।
পুরুষের ঔরসে ভুল মাসের
কোঁচকানো মুঠিতে যেরকম প্রতীক্ষিত
আলোর উচ্ছ্বাস তেমনই চুপটি দুঃখের
আসা যাওয়া সংসারে ।

কিছু কিছু মানুষ নিরাশার নিরালায় থাকে ।
কোনোদিন ঘন হবে নীল- এ প্রতিচ্ছবির
ভেতরে লুকিয়ে যে চাঁদ অনন্ত লোভীর মত
কুয়োতে ঝুঁকে - হুঁশ এলে সেও পাড়ে
বসে থাকে একা - একাকী ।

কিছু কিছু মানুষ বিষাদে বিলাসে একাকার
তা জানে । বরফেতে ভেসে ওঠে স্মৃতি তলানিতে
বুদবুদ আগের চেয়েও আরও অনেক ঝাঁঝালো গন্ধ
নিয়ে আসে - সারা রাত সোমক্ত পৃথিবী
নেচেছিল কাল - আজ ছুটি ।


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.