কথার ভিড় থেকে দুয়েকটি / সোমনাথ প্রধান
১
ঝড় পেরোতে পেরোতে আমাদের বিকাশ
প্রতিদিন রং, রোজ রোজ তিন-তাস...
একবেলা চোখের পাতা উপদ্বীপ,
একবেলা বেহুলা গোলাপ, বেলপাতার ছায়ায় শিব,
সারাবেলা ধুলোয়... আলোকিত হওয়ার প্রয়াস!
ঝড় পেরোতে পেরোতে আমাদের বিকাশ
প্রতিদিন রং, রোজ রোজ তিন-তাস...
একবেলা চোখের পাতা উপদ্বীপ,
একবেলা বেহুলা গোলাপ, বেলপাতার ছায়ায় শিব,
সারাবেলা ধুলোয়... আলোকিত হওয়ার প্রয়াস!
২
উৎসব শেষ।
কোল্ড ড্রিংক' এর ছিপি ভরা শিশিরে
ঝিলিক মারছে ভোরের সূর্য...
ফেরার গাড়ি দাঁড়িয়ে আছে,
চাকায় শুধু একটা দাগ লাগাবার অপেক্ষায়
আধখাওয়া আইসক্রিমের ডি.এন.এ.
পড়ে আছে রাস্তার উপর!
উৎসব শেষ।
কোল্ড ড্রিংক' এর ছিপি ভরা শিশিরে
ঝিলিক মারছে ভোরের সূর্য...
ফেরার গাড়ি দাঁড়িয়ে আছে,
চাকায় শুধু একটা দাগ লাগাবার অপেক্ষায়
আধখাওয়া আইসক্রিমের ডি.এন.এ.
পড়ে আছে রাস্তার উপর!
valo laglo
উত্তরমুছুন