আহ্বান / জয়তী নন্দী
সূর্য দেবতারা এসো
রক্তকমলের বৃন্তে অঞ্জলি মুদ্রায়
বাড়িয়ে রেখেছি হাত ।
বহুদিন ধরে প্রস্তুত করেছি
শূন্য পেটিকা ।
গেঁথেছি কবচকুণ্ডল ।
ঝরা শিমুলের দল ভেসে যাবে -
মন্ত্র তেজে ত্রস্ত আজীবন
আশ্চর্য বৈরী হরিণীর অজানা নিলয়
সুত পুত্র সুখে ঢেলে দেব আদিগন্ত নোনা জলে ।
রণক্ষেত্রের অদ্ভুত কৌতুক
নারীর হৃদয় সমিধে দীপ্ত হবে না আর।
নারীর হৃদয় সমিধে দীপ্ত হবে না আর।
কোন মন্তব্য নেই