মাঝে মাঝে / স্বপন পাল
মাঝে মাঝে এমনও হয়, যেদিকে বাড়াই হাত
সরে সরে যায় যা কিছু ধরার মতো সমস্ত ভরসা।
তারা দূর থেকে আরও দূরে পালাতে পালাতে, হঠাৎ
দাঁত দেখিয়ে হাসে, বেশ
ভাল পাওয়া গেছে মজা।
মাঝে মাঝে ওদের এই খেলা দেখে আমিও হাসি,
বলে দিই, নলেন গুড়ে মাস শেষ হলে দেখে নিস
আমি আর এ রকম থাকবো না হৃদয় প্রত্যাশী,
মাটির গভীর থেকে জলপাত্রে যাবে সেঁকোবিষ,
দেখা হবে সেখানেই তোর নীল ঠোঁটের চুমুকে।
এখন তো ছদ্মবেশে ঘুরি খুব চতুরের চোখে,
বিচ্ছিন্ন প্রদেশে ধীর পায়ে অনত চিবুকে,
আমার মুখের মতো মুখ হাঁটে সবাক নির্মোকে।
কোন মন্তব্য নেই