ধীবর / রওশন মতিন
জলের কিনারে জাল ফেলে
বসে আছি প্রার্থনার ভঙ্গিতে,
অজস্র শব্দ-নিথর চাপ চাপ জলোচ্ছ্বাসে
কিনারে কিংবা জলের গভীরে
মাছেরা ভেসে বেড়ায় সাঁতার কেটে,
লেজ আর পাখনার তুমুল হট্টগোলের প্রাণস্ফূর্তিতে
যেন প্রথম কিশোরী প্রণয়ের মুগ্ধতার আভাস,
জীবন উৎসের শতদল মেলে দিয়ে
সরল ইচ্ছার ভ্রূণে জেগে
উঠার প্রত্যয়,
স্বতঃস্ফূর্ত আনন্দ-বিহারে আত্মমগ্ন ওরা;
মীনকন্যারা কি জানে এই উদ্দাম আনন্দের স্রোতে
অজস্র মৃত্যুর দানব তাদের চারপাশে ঘিরে আছে,
অথচ রাজপথে মিছিল-জনতার ঢল নামে
বাজারে ব্যাগ ভর্তি রূপালী মাছের লাশ
উনুনের আঁচে ঝলসানো সুখাদ্য।
মৌসুমি মেঘের আগাম পূর্বাভাস পেয়ে
প্রাচীন দূরদর্শী ধীবর সুতা-মাকু
খুঁটে খুঁটে
বুনে যায় অজস্র সুখী মৃত্যুর ফাঁস।
কোন মন্তব্য নেই