হে পূর্ণ ... / জয়তী নন্দী
সন্ধ্যার শিশিরগুলি
আনন্দাশ্রুর মতো উজ্জ্বল
আর বিষাদের মতো গাঢ় ।
চঞ্চুতে চঞ্চুতে নৈঃশব্দ্য লেগে
সে এক আশ্চর্য ভাষা -
বনভূমি জুড়ে বাতাস
ছুঁয়ে যায় কুঠারক্ষত ।
ছুঁয়ে যায় কুঠারক্ষত ।
অনুলেপনের স্নেহে ঝরে পাতা ।
তাসের ঘরে দরজিপাখি
ঠোঁটে তুলে নেয় আজীবন
বন্ধনলতা -
অশীতিচর্মের গ্লানি মুছে
ঝাপসা সার্সি জুড়ে ভাঙাচোরা
অক্ষর লিখে যায় আশীর্বাণী ।
এ ভাবেই ভুসোকালি মেজে
তেঁতুলে সোহাগে
রাত্রির শিয়রে একদিন
জ্বেলে দেব আশ্চর্য প্রদীপ ।
কোন মন্তব্য নেই