কালো / মৌসুমী গুহ রায়
তুমি কালো, এত আলো ছড়াও।
তুমি কালো, তুমি এত বিদ্যুৎপ্রভ,
তুমি কালো, তুমি বৈদুর্য্যমনি।
তুমি কালো উপল খন্ড।
তুমি পরশপাথর।
তুমি রাজা, সুন্দরের রাজা
তুমি কালো, গহন আলো।
তুমি গানের ভুবন, কবিতার মিতালি।
তোমার স্বরে সুর, নরম মায়াবী মাদকতা।
তোমার হৃদয়ে ভালবাসার ঝর্না, উষ্ণ প্রস্রবন।
তুমি ভালবাস, গান গাও, কবিতায় মোহ ছড়াও
তোমাকে পেয়েছি কোন ভুল পথে
ঈশ্বরের নির্দেশিত আকাশপথে।
তুমি এস, গানের গহন থেকে উঠে এস।
আমার হৃদয়ে বিরাজ কর।
চকমকি পাথরে আগুন ও আলো জ্বালো
আমার হৃদয়ে, মননে, ও আত্মার সম্পূর্নতায়।
কোন মন্তব্য নেই