দৃশ্য কল্পনায় / দীপঙ্কর বেরা
আমি আর কোন দৃশ্যের পথ জুড়ে দাঁড়াই না ,
ঘটে যাওয়া সময়ের হাত শুধু পা বাড়িয়ে দিই
নিজেকেই বুঝতে পারি না
আমি এই অবস্থানে কতটা প্রযোজ্য ।
নিজের মনে দৃশ্যাংশের নানান অঙ্গভঙ্গি আঁকি
কখনও সূত্র মিলে কখনও মিলে না
তা নিয়ে রাস্তার কোথায় কোন ছাপ ফেলে
আমি আর অস্বস্তি বাড়াতে চাই না ।
সকলেই অধিকার বুঝে নিতে
চলার পথে নিজের শক্তির মূল্যায়নে
পৃথিবীর চেয়েও দ্রুত গতিতে ছুটে চলেছে
আমি সেই গতির অনুসারি মাত্র ।
পথটুকুর সাথে আমারও ভাবনা ঝুলছে
তাই দেখে নিজের অস্তিত্ব বুঝতে শিখছি
আর দৃশ্যের সাক্ষী থেকে যাচ্ছি ।
আমার ভূমিকা আমারই মত ।
ঘটে যাওয়া সময়ের হাত শুধু পা বাড়িয়ে দিই
নিজেকেই বুঝতে পারি না
আমি এই অবস্থানে কতটা প্রযোজ্য ।
নিজের মনে দৃশ্যাংশের নানান অঙ্গভঙ্গি আঁকি
কখনও সূত্র মিলে কখনও মিলে না
তা নিয়ে রাস্তার কোথায় কোন ছাপ ফেলে
আমি আর অস্বস্তি বাড়াতে চাই না ।
সকলেই অধিকার বুঝে নিতে
চলার পথে নিজের শক্তির মূল্যায়নে
পৃথিবীর চেয়েও দ্রুত গতিতে ছুটে চলেছে
আমি সেই গতির অনুসারি মাত্র ।
পথটুকুর সাথে আমারও ভাবনা ঝুলছে
তাই দেখে নিজের অস্তিত্ব বুঝতে শিখছি
আর দৃশ্যের সাক্ষী থেকে যাচ্ছি ।
আমার ভূমিকা আমারই মত ।
কোন মন্তব্য নেই