এখন সময় নয় / স্বপন পাল
আক্রান্ত দুপুর জুড়ে
মর্ষকামী হাওয়া,
লুকিয়ে লুকিয়ে দেখে
গোলাপের পাপড়ি উড়ে যায়।
বিমর্ষ ছায়ায় কারা
ঘুমোয় ঠিকানা ভুলে।
এখন সময় নয়
সঠিক দুয়ার খুলে
হাত পেতে নীল খাম নেবে,
যে হাতের তালু জুড়ে
মরা ঘাস, খরা মাঠ
পিঠ খুলে শুয়েছে উপুড়।
কোন মন্তব্য নেই