শেষ কবিতা / অঙ্কিকা দাস
আজ অনেক দিন পর,
ইচ্ছা করছে,
আগের ঠিকানায় ফিরতে।
তোমার দেওয়া গোলাপটা,
আজ ডাইরির পাতায়,
স্বেচ্ছা নির্বাসন নিয়েছে।
চুম্বনের ক্ষততে ভর্তি ঠোঁট।
উঠোন ভরা ক্যালকুলাস,
সলভ করা বারণ।
শেষ পযর্যন্ত সবটাই ধোঁয়াশা,
কিছুই বোঝা যায়নি প্রায়।
অনেক চিঠি,
পাঠিয়েছিলাম।
কিন্তু,সব ফিরে
এলো আমার ঠিকানায়।
মোবাইল টা নটরিচেবল।
প্রত্যেকটা এস.এম.এস ফেলিওর।
উড়ে চলা কিছু কাগজ,
মুঠোয় ধরে,
শেষ কবিতাটা লিখছি।
ইচ্ছা করছে,
আগের ঠিকানায় ফিরতে।
তোমার দেওয়া গোলাপটা,
আজ ডাইরির পাতায়,
স্বেচ্ছা নির্বাসন নিয়েছে।
চুম্বনের ক্ষততে ভর্তি ঠোঁট।
উঠোন ভরা ক্যালকুলাস,
সলভ করা বারণ।
শেষ পযর্যন্ত সবটাই ধোঁয়াশা,
কিছুই বোঝা যায়নি প্রায়।
অনেক চিঠি,
পাঠিয়েছিলাম।
কিন্তু,সব ফিরে
এলো আমার ঠিকানায়।
মোবাইল টা নটরিচেবল।
প্রত্যেকটা এস.এম.এস ফেলিওর।
উড়ে চলা কিছু কাগজ,
মুঠোয় ধরে,
শেষ কবিতাটা লিখছি।
কোন মন্তব্য নেই