আমার রবীন্দ্রনাথ / শাঁওলি দে
রাত আরও বাড়তে থাকে ক্রমশ
অন্ধকারের ভ্রূণগুলি
জড়িয়ে ধরে হাড়ে মাংসে
শিরায় ধমনীতে
তবু তো বেঁচে আছি প্রবল ভাবে
কত কত দুঃস্বপ্নের রাত অবলীলায়
কেটে গেছে গীতবিতানকে আঁকড়ে
কামড়ে
বোবা কান্নায় ভিজে গেছে পাতার পর
পাতা
বলনি তো পাশে আছ?!
তবুও ভরসা পাই জান
জানি তো তোমার নিবাÞক সান্নিধ্যে
কেটে যাবে আরও অনেকগুলি
২২শে শ্রাবণ
mon chuye jaoa kobita
উত্তরমুছুন