Header Ads

1 / 5
1 / 5
1 / 5
1 / 5
1 / 5

স্মৃতিগ্রাম / মাহমুদ টোকন

এখানে এলেই ঠিক মনে পড়ে                                                   
থলে আর আধুলি দ্বন্ধে জনকের বিষণ্ণ আকাশ।


এই গ্রাম, পাতাছন্দ মাটি আর বুনো গাবগাছ
ধুলো উড়ে ফিরছে খুরেরা। নৃত্যরত যেন রাস্তাটি-
আধভাঙা সাঁকো । বিষণ্ণ হয়ে ওঠা গোধূলির হিজল কোটরে
ও তক্ষক, ঈশ্বরের মতো কাকে ডাকো?


পোড়া-শুটি, কালিমুখ দাঁড়িয়ে সন্ধ্যায়; দূরে লালবাতি
ট্রিং
 ট্রিং কিনতে পারিনি দুচাকার বাই-সাইকেল।


সন্ধ্যা জুড়ে মার হাহাকার-
শেয়াল নিয়েছে তার ডিমপাড়া হাঁস।


এখানে দাঁড়ালে, এই রাস্তা, বরুন শাখায়
বুনোঘাস, শূন্যলতা আর
নিস্তরঙ্গ জল...শীত শীত লাগে।


হাওয়ায় হাওয়ায় অগুণতি হাঁসের হাহাকার...

 



1 টি মন্তব্য:

Blogger দ্বারা পরিচালিত.