Header Ads

1 / 5
1 / 5
1 / 5
1 / 5
1 / 5

হে স্বাধীনতা / অসিত বরণ চট্টোপাধ্যায়

তুমি কি কেবলই পতাকা
তুমি কি শুধুই কুচকাওয়াজ
তুমি কি কেবলই ফানুস বক্তৃতা?

শত শহীদের রক্তে রাঙানো
হে স্বাধীনতা
তুমি কি কেবলই অতীত?
একসাগর রক্ত মাড়িয়ে 
এসেছিলে গ্লানিমুক্ত আকাশপথে
স্বপ্নের ফেরিওয়ালা স্বপ্ন দিয়ে ছিলে সাথে,
মুক্ত চিন্তা,স্বাধীন আকাশ
শিক্ষা জ্ঞানের পূর্ণ বিকাশ
মতের স্বাধীন প্রকাশ
খাদ্য বাসস্থান আর বাঁচার,
যা ছিল মৌলিক অধিকার।

হে স্বাধীনতা
রক্তের স্বরলিপি দিয়ে লেখা গান
বেসুরো হয়েছে, হয়েছে ম্লান।
রক্তের আলপনা মুছে গেছে আজ
রাষ্ট্র শকট সারথির নাই কোন লাজ,
রন্ধ্রে রন্ধ্রে ধরেছে ঘুণ
প্রতিনিয়ত ইচ্ছেরা হয় খুন।
তবুও আমি স্বপ্ন দেখি ভোরের অরুণ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.