Header Ads

1 / 5
1 / 5
1 / 5
1 / 5
1 / 5

এক বুক মেঘ / বৈশালী মল্লিক

অবসন্ন পদক্ষেপে রোজই রিক্ত হই
তোমার মুখের বিন্দু বিন্দু ঘামের উজ্জ্বলতা মেখে
নিজের ভিতর নিজেকে খুঁজি।
রূপসী বাংলার ঘ্রাণ পাই ,
ভাবিনি তোমার সঙ্গে কখনো এমন দেখা হবে
এক বুক শস্যক্ষেত নিয়ে মৃদু হাসো কেন?
যদিও এক বুক মেঘ লুকিয়েছ বুকে!
ভাবিনি এভাবে রিক্ত হব
তোমার তুমি কে খুঁজতে গিয়ে
এক বুক সবুজ খুঁজে পাবো ।
তুমি শান্ত ভাবে কপালে কুয়াশার চুম্বন এঁকে
মৃদু স্বরে বলেছিলে ধুস পাগলি
সবুজ মনে কুয়াশার রূপসী বাংলার ঘ্রাণ মেখে
তুই ও তো এক বুক মেঘ লুকিয়েছিস বুকে!





কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.