পরশুরামের কুঠার / অসিত বরণ চট্টোপাধ্যায়
আকণ্ঠ মদ গিলে মধ্যরাতে
মনে হয় পরশুরামের কুঠার হাতে
সোজা চলে যাই সেখানে
উচ্ছৃঙ্খল দাবানল যেখানে।
মানুষের জন্য আইন
আইনের জন্য মানুষ, নাকি
মানুষ মানুষের জন্য?
জীবনের হিসেব রয়ে গেছে বাকি।
শানিত কুঠারের তীব্র আঘাতে
মদমত্ত মাদকতার অভিঘাতে
নিশ্চিহ্ন করে দিতে চাই নষ্ট বিবেক
দেরী হয়ে গেছে তবুও সময় অনেক।
হে মহান পৃথিবী-
মানবতার জন্ম দাও
মুছে দাও কলঙ্কিত ইতিহাস।
মনে হয় পরশুরামের কুঠার হাতে
সোজা চলে যাই সেখানে
উচ্ছৃঙ্খল দাবানল যেখানে।
মানুষের জন্য আইন
আইনের জন্য মানুষ, নাকি
মানুষ মানুষের জন্য?
জীবনের হিসেব রয়ে গেছে বাকি।
শানিত কুঠারের তীব্র আঘাতে
মদমত্ত মাদকতার অভিঘাতে
নিশ্চিহ্ন করে দিতে চাই নষ্ট বিবেক
দেরী হয়ে গেছে তবুও সময় অনেক।
হে মহান পৃথিবী-
মানবতার জন্ম দাও
মুছে দাও কলঙ্কিত ইতিহাস।
কোন মন্তব্য নেই