পরিচয় / শ্রী কুমার সন্ধ্যা রায়
তবে
তাই হোক,
যা বুঝেছ ভালো,
তোমার বোধে অবরোধ জানাব কেমনে ?
আটপোরে মানুষ আমি...
না হয় আরও কয়েক রাত
পোড়া চাঁদকে দেব গালি,
তারাদের গায়ে কালি ছেটাব,
আঁধার করব আকাশ আলো ।
না হয় নিউটনের তৃতীয় সূত্র
সবটাই ভুলেছ তুমি,
আমিও তো নিজেরে এমনিতেই
বারেবারে ভুলি, কবিতায় খুঁজি
আমার অকাব্যের সদ্দা ।
যা বুঝেছ ভালো,
তোমার বোধে অবরোধ জানাব কেমনে ?
আটপোরে মানুষ আমি...
না হয় আরও কয়েক রাত
পোড়া চাঁদকে দেব গালি,
তারাদের গায়ে কালি ছেটাব,
আঁধার করব আকাশ আলো ।
না হয় নিউটনের তৃতীয় সূত্র
সবটাই ভুলেছ তুমি,
আমিও তো নিজেরে এমনিতেই
বারেবারে ভুলি, কবিতায় খুঁজি
আমার অকাব্যের সদ্দা ।
বুকে অবগাহন করি ।
তোমার প্রেমেই আবিষ্কার করেছি
নিজ শাশ্বত পরিচয়,
আমি তো স্তন্যপায়ী জীব ।
আজ শুধু তোমার পরিচয়টা জানতে চাই !
তোমার প্রেমেই আবিষ্কার করেছি
নিজ শাশ্বত পরিচয়,
আমি তো স্তন্যপায়ী জীব ।
আজ শুধু তোমার পরিচয়টা জানতে চাই !
কোন মন্তব্য নেই