Header Ads

1 / 5
1 / 5
1 / 5
1 / 5
1 / 5

ফিরে এসো চড়ুই / সুমন্ত চ্যাটার্জী

কালো ক্যানভাস থেকে                                                  
পিছন ফিরে তাকায়
রাগ উপচানো মুখের অবয়ব,
যে ছাই-ধূসর গলিগুলো
খানাখন্দের শরীর
এসে মিলেছে পায়ের কাছে,
সব সোনালী-সবুজ মনে হয়!

শুনশান রাজবাড়ির দালানে
আজও বসে আছে অভ্যাস
কিছু মানুষের কথা দেওয়া আশায়
ব্যথার ভাগ নেবে পুরোটুকু,
কি আদিম রাতের
মরিয়া শিশির মেখে কাকতাড়ুয়া
বলতে চেয়েছে মহাকালের কানে কানে-

ফিরে এসো চড়ুই, ফিরে এসো ... !

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.