গ্রামবাংলা / শৈলেন সাহা
ভাগ করেছি জীবনটাকে মাঝখানেতে ফাঁক
গ্রামবাংলা বুকের ভেতর শহর চোখে থাক
গ্রাম ছেড়েছি সুখের আশায় ঘর করেছি পর
শহর আমায় ভাত দিয়েছে দেয়নি আমায় ঘর
চড়াই পাখি সুখ খোঁজে না বোঝে আরামটুকু
বাবুই বাসা আপন ঘরের স্নেহের ছোঁওয়া শুধু
ভাবছি এখন একলা বসে জীবনটা কোন খেলা
পাশাখেলার নেশায় আমার হারায় ছেলেবেলা
যাবার বেলা এখন আমি গ্রামের দিকে চাই
কোথায় যাবো সে গ্রাম আমার সেই গ্রাম তো নাই ।
Onkkk. Valo laglo
উত্তরমুছুন