Header Ads

1 / 5
1 / 5
1 / 5
1 / 5
1 / 5

আমি যাব / দীপঙ্কর বেরা

ঝংকারের মর্মবাণী ভেদ করি                                           
পশিল হৃদয়ের দূর হতে দূরে
যেও না দাঁড়াও বন্ধু আরো বল কুকথা
জীবনের কাছে যাদের সম্ভাবনার ঐশ্বর্য
ঘুমন্ত অতীতকে ফিরিয়ে এনে
আশায় ভরা প্রদীপ বর্তমানের সলতেতে জ্বালিয়ে দেয়
সুমধুর প্রস্ফুটিত আদান প্রদান জেগে রয়
আপামর হৃদয়ের পদ্ম-মেলা গভীর প্রেক্ষাপটে
গাঁয়ের বধূর সুচারু সততা ,
ইটের পাঁজরে ঢাকা শহরের মর্মকথা ,
সাত-মহলা স্বপ্নপুরীর নিভে যাওয়া হাজার বাতি
আর অন্তহীন পথের সীমানার পাশে
দাঁড়িয়ে থাকা সেই আমাদের মিলন বাঁশরিয়া
হেমন্ত চিরবসন্তের হৃদয় সুরছন্দের জীবনী


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.