Header Ads

1 / 5
1 / 5
1 / 5
1 / 5
1 / 5

একদিন / অবিন সেন

স্বচ্ছ হাঁসের দল কলমির গোপনীয়তার কাছে
বিয়োবার কথা ফেলে রেখে গেলে,
মাছের নীরবতা জলের আরশি বেয়ে যেন বহুদূরে
মৃত মরালীর কথা বলে,
বলেগৃহিণী নারীর অন্তর্গত স্বত্বার রূপ
ফসলের মতো সেচ শুশ্রূষায় কলসে
পূর্ণ করে কিঞ্চিত ঋণ....
তবু,কলসের আকিঞ্চন স্তোত্র কোনো বিপ্লব শেখেনি

কেবল, অন্তহীন ফসলের পর ফসলের স্নেহ
পিঠে ক্রুশ কাঠ নিয়ে
আলোর মতো অমলিন হবে, একদিন !



কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.