Header Ads

1 / 5
1 / 5
1 / 5
1 / 5
1 / 5

স্বগত সংলাপ / বাবলু কুমার ঘোষাল

জয়শ্রী, কী হল তোমার
বারণ করছো না যে !
আমি সেই কখন থেকে
নোংরা ঘেঁটে চলেছি ....
ঐ পচাগলা নোংরার নিচে জমে থাকা
কাঁচে কেটে যাচ্ছে আমার আঙুল ,
        
যার স্পর্শ একদিন তুমি চেয়েছিলে
অন্যলোকে হয়তো কিছুই বলবে না, বলছেও না
হয়তো বা দূরে দাঁড়িয়ে কেউ কেউ বলবে...
'
ওটা পাগল ' , ' ওটা আকাট বদমাশ ' , ' মোদো মাতাল '
যেমন একদিন তোমার কানে কানে বলেছিল
আজ তুমি দূরে , আজ তুমি অন্যের
তবু আমি ঘেঁটে চলেছি নোংরা ,
শুধু আশায়...
হয়তো তুমি আবার আমার হাতে হাত রেখে বলবে ,
'
ওঠো, উঠে এসো বলছি '
কিন্তু কই ?
কই তোমার হাত ?
জয়শ্রী , তুমি বারণ করছো না কেন ?


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.