মূর্তি / বনানী সমাদ্দার
ফিরে এসেও
ভুলতে পারিনি সেই মূর্তির ছবিকে -
যার জলে মিটেছিল পিপাসা তৃষ্ণার্ত এই প্রাণের।
কাঁচের মতো স্বচ্ছ বারিতে খেলে বেড়ায় বোরোলি মাছ,
পাথরের ওপর দিয়ে বয়ে যাওয়াই ছিল তার একমাত্র কাজ।
একদিকে ডুয়ার্সের বন আর অন্যদিকে খাড়াই পথ,
যার জলে মিটেছিল পিপাসা তৃষ্ণার্ত এই প্রাণের।
কাঁচের মতো স্বচ্ছ বারিতে খেলে বেড়ায় বোরোলি মাছ,
পাথরের ওপর দিয়ে বয়ে যাওয়াই ছিল তার একমাত্র কাজ।
একদিকে ডুয়ার্সের বন আর অন্যদিকে খাড়াই পথ,
তার মধ্যে
দিয়েই সে বানিয়েছিল তার স্বপ্নের রাজপথ।
আর সেই ছোট্ট সেতুটা,যে ছিল মূর্তির বুক জুড়ে,
দিয়েছিল অনন্য মাত্রা তার সরল মানচিত্রে।
চারিদিকে নিস্তব্ধতা আর শান্ত পরিবেশ,
একমাত্র ছিল তার কলকল ধ্বনির রেশ।
ধন্য তোমার নির্মলতা,ধন্য স্বচ্ছতা,
প্রাণদায়ী মূর্তি তুমি,বজায় রেখো প্রাণচ্ছলতা।
আর সেই ছোট্ট সেতুটা,যে ছিল মূর্তির বুক জুড়ে,
দিয়েছিল অনন্য মাত্রা তার সরল মানচিত্রে।
চারিদিকে নিস্তব্ধতা আর শান্ত পরিবেশ,
একমাত্র ছিল তার কলকল ধ্বনির রেশ।
ধন্য তোমার নির্মলতা,ধন্য স্বচ্ছতা,
প্রাণদায়ী মূর্তি তুমি,বজায় রেখো প্রাণচ্ছলতা।
কোন মন্তব্য নেই