ভালোবাসা / মনীশ বিশ্বাস
একলা ঘরে বয়স্ক রাত,
ভালোবাসা ক্রুদ্ধ
হন্তারক...!
দেশ বিদেশের অন্ধকার
অলিগলি খুঁজে
আরও অন্ধকারে নীলচে আলোয়
মদের টেবিলে গিয়ে বসি।
ভাঙা চশমা, তীক্ষ্ণ ঘাম
জলে-ভেজা ভৌতিক ঘড়ির শব্দ
পড়ে থাকা দেশলাই
দুর্লভ মুহূর্তের স্মৃতি
দৃশ্য থেকে দৃশ্যান্তর...
জমানো নৈঃশব্দ্য !
স্মৃতির দীর্ঘতর ছায়ায়
চোখের শিরায়
জ্যামিতিক রেখায়
স্থির করা আছে
জ্বলন্ত চিতা
হয়তো আমার জন্য !
তবু চুম্বনের স্পর্শকাতরতায়
অপ্রস্তুত কিছু অশ্রু মিশে
যায়
নীলচে নেশার গ্লাসে ।।
darun, sesher ager stobokta sob thekr darun
উত্তরমুছুন