Header Ads

1 / 5
1 / 5
1 / 5
1 / 5
1 / 5

আধেকলীনা / সঞ্জীব চট্টোপাধ্যায়

এই শহর বড় অচেনা
চোরকাঁটা রাস্তা, বাড়বাড়ন্ত বাড়ি, হ্যাস্ত-ন্যাস্ত দৌড়
ব্যান্ডেজ বাঁধা মানুষ, উড়ন্ত জোকার!
এখানে তো নিজের কেউ ছিল না,
ট্রেনে দেখা মানুষ কিম্বা কোনও প্রেমের জমায়েত
ওদেরও তো কেউ দেখে নি
নাকি ওরা জানত...দুজনেই
নাকি একজন!
হয়ত বা দূর হতে দূরত্বের কাছে
কিম্বা আরও কাছে।
কি ছিল এই হাইডেফিনেশন শহরে?
একটা তুমি, অজস্র মানুষ, অচেনা আমি
ভিড় ঠেলে খুঁজে ওঠা দুটো গেঁয়ো চোখ...

বইপাড়া। ভিক্টোরিয়া।শ্যামবাজারের স্টলে
তোমাকে দেখব বলে, জাহ্নবী বাতাসে
স্বত্বাধিকারী সূচিপত্র, মুখবন্ধ, ভিড় থেকে ভিড়ে
হারিয়ে গেলাম আমি।



কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.