পাতে বজ্র এলে / শাহ মাইদুল ইসলাম
বজ্র
-পাতে;
ঠান্ডা এ
হতশ্রী অবয়ব,
হারু
নিদ্রা নিদ্রা নিদ্রা ঘন
তার আক্ষরকি প্রেত;
তরী বহ-
মান-দেহ জড়,
জৈব শরীর তার তার তার
নমঃ
নমঃ
নমঃ
পাতে বজ্র এলে
গেলে
হারু ঘুম
ঘুম
আহ, জৈব শরীর আমার!
আহ, জৈব শরীর আমার!!
আহ, জৈব শরীর আমার!!!
কোন মন্তব্য নেই