Header Ads

1 / 5
1 / 5
1 / 5
1 / 5
1 / 5

সায়াহ্নের সাথি / সুব্রত মুখোপাধ্যায়

ঝুম্-ঝুম্ প্রৌঢ় সন্ধ্যা-
ডাল পালায় ঢাকা পড়া- অনিচ্ছায় নিস্পলক,ফুরফুরে ফ্লেরোসেন্ট পীত আলো-ছায়ার তলে-ফিস্-ফিস্ আড্ডা, জমে উঠেছে খুব.....!জিভের চারি পাসে, ড়ে-চড়ে, চুক্-চুক্ ক্ষীয়মাণরসিক-মিন্ট্, (বড় স্বাদের,..বড় সাধের!!)অশীতিপর চূড়ামণি কফের ধমকের সাথে-গলপ্রান্তে অন্তিম যাত্রায়-থর-থর ঠোঁটের কোণে...রক্তিম্ ধিকি-ধিকি ফিল্টার-টিপ্ড্ ধূম, রাজরক্ত কে~বেপরোয়া, একচোখা অঙ্গার দীপ্ত হুঁশিয়ারি জানিয়ে,নিজেই কখন পুড়ে ছাই হয়

সায়াহ্নের সাথীরা,- একে-একে, ইতি-উতি, টর্চ হাতে...
-নিরুপম্ নাকি?..সাহেব আসে নাই?...শিরৌপরী রণক্লান্ত, নিকষ কৃষ্ণ বায়স ভুশুণ্ডিদের গণনিদ্রা!!~...সেই বেঞ্চ,!..সেই বাঁধানো চাতাল,..সেই অস্পষ্ট সব মুখচ্ছবি-..সেই চনচনে মিছরি.. সেই ঝিলিক্-ঝিলিক্ ছুরি..-কানের চারি পাসে ডেঙ্গি-বাহিদের সেই কালী-কেত্তন,-নাঃ আর যে বসা যায়না হে !..তবু রোজ আসা চাই, দেখা চাই, রাগা চাই, হাঁসা চাই,...কাঠ-কাঠ, কাটা-কাটা কথা ফালা-ফালা চাই...-নির্লিপ্ত আকর্ষণ-!!

নখ-দর্পনে বারে-বারে ওঠে ভেসে-
রবীন্দ্রনাথ, বঙ্গ-ভঙ্গ, যৌবনে ওপারে বিলাতি নারি!শস্যশ্যামলা সে সোনার ভুম..উঠোনের ধারে সেই কাঁঠাল গাছ..স্মৃতির দ্বারে কড়া নাড়ে, বারে-বারে-ফেলে আসা অপূর্ণ সব কিছু,.. পূর্ণাৎপূর্ণমুদচ্চ্যতে!!কারা যেন পেন্সেনের চালা এঁটে
চাবি নিয়ে পগারপার!!

এই ঝিলের ধারেই তবু রোজ সন্ধ্যাকে-
টুপর-টুপুর দেখা চাইসে হাত নেড়ে ঢুকে পড়ে ঝুপ্-ঝুপ্ ঝোপে~ওই আঁধারে... রোজ!...হু-হু করা ধুক্-পুকে কলটা শুধুই শুধোয়--আমায় নেবে না?
অশীতিপর নিরুপম বাবু বাঁ চোখের ঝিলিক-নস্যির রুমালে মোছে......!



কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.