নিশি ডাক / চন্দনকৃষ্ণ পাল
রাত্রির তৃতীয় প্রহর ডাকে,
তৃষ্ণায় যেনো দেবশিশু
কপাটের হাতছানি, তারাজ্বলা
চাহনির মোহ
ছিঁড়ে ফেলে অযুত বন্ধন ।
ছায়া থাকে, থেমে
থাকে -
নিয়মের ব্যতিক্রম ফেরায় না মুখ
স্থির চিত্র কালচে সবুজ থেকে
গাঢ়তাকে ছোঁয় ।
চোখ বুজে ব্রহ্মাণ্ড নিঃশ্বাস ফেলে
প্রকৃতি বিমূঢ়তা উপহার দেয় ।
কোন মন্তব্য নেই