তোমার আবৃত্তি / চিরদীপ সরকার
দিনান্তের এক কোনে যখন গোধূলির সর্য
মটির বুকে শুয়ে শোনায় সারাদিনের উপাখ্যান,
এক অযুত বকের ডানার
মুক্তি মেশে আকাশে গোলা তুলির মতো,
যখন পাহাড়ের ধোঁয়াশায় চঞ্চল
ঝর্ণা ধারায় মেশে রবি ঠাকুরের গান,
যখন যন্ত্রণারা আদর করে জীবন ক্ষতের মত,
যখন সহজপাঠের হাটে বিকোয় ছোট্টবেলার খেলা ,
নদী পাড়ে বিশ্রাম নেয় সভ্যতার টাওয়ার,
অস্পষ্ট নিজেকে খোঁজে কুয়াশা ভোরবেলা,
আগমনীতে মিশে যায় পথ সব ফিরে যাওয়ার,
যেখানে একাকী দ্বীপের একাকীত্ব শেষে
দিগন্তের বকেরা গায় বেলা শেষের গান
যেখানে মোহনা শুধু সাগরকে ভালোবেসে
মিশিয়ে দিয়ে আত্মসত্তা,চায় না প্রতিদান
যেখানে আনন্দ বিহ্বল আত্ম বিস্মৃতি,
সেখানে সব ভুলে করি তোমার আবৃত্তি।
মটির বুকে শুয়ে শোনায় সারাদিনের উপাখ্যান,
এক অযুত বকের ডানার
মুক্তি মেশে আকাশে গোলা তুলির মতো,
যখন পাহাড়ের ধোঁয়াশায় চঞ্চল
ঝর্ণা ধারায় মেশে রবি ঠাকুরের গান,
যখন যন্ত্রণারা আদর করে জীবন ক্ষতের মত,
যখন সহজপাঠের হাটে বিকোয় ছোট্টবেলার খেলা ,
নদী পাড়ে বিশ্রাম নেয় সভ্যতার টাওয়ার,
অস্পষ্ট নিজেকে খোঁজে কুয়াশা ভোরবেলা,
আগমনীতে মিশে যায় পথ সব ফিরে যাওয়ার,
যেখানে একাকী দ্বীপের একাকীত্ব শেষে
দিগন্তের বকেরা গায় বেলা শেষের গান
যেখানে মোহনা শুধু সাগরকে ভালোবেসে
মিশিয়ে দিয়ে আত্মসত্তা,চায় না প্রতিদান
যেখানে আনন্দ বিহ্বল আত্ম বিস্মৃতি,
সেখানে সব ভুলে করি তোমার আবৃত্তি।
কোন মন্তব্য নেই