তিনটি কবিতা / চন্দনকৃষ্ণ পাল
তুমি
ভ্রুতে অনিন্দ্য প্রশ্ন আঁকো
চোখে নাচে বিমূর্ত ময়ূর
নাসারন্ধ্রে, কস্তূরীর
ঘ্রাণ
ঠোঁটে আঁকা অনন্ত- বিচ্ছেদ।
বিচ্যুতি
ঘাই পড়ে স্থির জলে
ঢেউ ওঠে পড়ে, ওঠে পড়ে
তারপর লীন অজানায়।
নিওরনে কামটের দাঁত ছুঁয়ে যায়,
দিনরাত্রি রক্ত স্রোত টগবগ
লাফায় ঝাঁপায়।
স্থির লক্ষ্যে পৌঁছেনা পথ ভ্রষ্ট তীর।
তৃতীয় পক্ষ থেকে
যাযাবর জ্যোৎস্না তারাকে করেনি আমন্ত্রণ
আকাশের শিরা উপশিরার ক্রন্দন দেখে
হতচকিত বাদুড়ের আত্মগোপন অন্ধকারে
জ্যোৎস্নার জবাবদিহির আশা ছেড়ে
তৃতীয় পক্ষের আমি
শুক্লপক্ষকে ঘৃণা জানিয়েছি।
শুক্লপক্ষ কৃষ্ণপক্ষের সাথে ঠোঁট মিলিয়ে
ইদানীং আমাকে আহত করতেই
পছন্দ করে বেশী।
কোন মন্তব্য নেই