Header Ads

1 / 5
1 / 5
1 / 5
1 / 5
1 / 5

মজে থাকা / সুব্রত মুখোপাধ্যায়

কেউ ধানি জমি কেনে
কেউ তাতে রোপে ধান
কেউ বেচে চাল হাটে এনে
কেউ পোষের পুলি খান !

যারা স্বপ্ন দেখে পাহাড় চূড়া ,
তাদের সাগর অতলে হয় জাগরণ ..
অলিক যখন হয় বাস্তবে মোড়া
কবিতার রসে মজে থাকা অকারণ !


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.