Header Ads

1 / 5
1 / 5
1 / 5
1 / 5
1 / 5

ফাগুন একি আগুন জ্বেলেছিস / নীতা বিশ্বাস

 
ঝরা পাতাদের কাঁদন হু হু,
পাশ ফিরতেই  শুনতে পেলাম
পঞ্চমেতে বাজছে কুহু
তোর গানেই কি উঠলো জেগে
সবুজ অবুঝ নবীন পাতা!
পত্রলেখার আমন্ত্রণে
বাজলো বুকে প্রেম বারতা!

ফাগুনএকি আগুন জ্বেলেছিস
পলাশের শাখায় শাখায় কমলাকলি
সে যে এক দুষ্টু প্রেমের কথাকলি
চোখ পোড়ালি মন জ্বালালি
এ কি তোর দস্যিপনা খামখেয়ালি

রুখমাটিতে আদিম পলাশ
কমলা শাড়ি নাগর দোলাস
পাতা নাচের ছন্দ বেঁধে
বুকের শালুক নাচালি,
ধিতাং বুকে বাজালি তুই
ধিতাং এ প্রাণ মজালি
                                   
বসন্ত তোর রঙের উঠোন
                  ফাগুয়ার বন্যা
দোল দোল দোল ফুল~ডোরের
                         দোলনা
দোলনায় হৃদয় দোলে, বুকের আগল
                                      খোলনা 

যা কিছু গোপন ডোরে
লাজমুখী মনপ্রহরে
ঘোর লাগায় হৃদয়পুরে
  
ঝিম ঝিম মাতাল বায়ে
খিল তার খুলে দে রে
ঝর ঝর ঝরাবে সে
           প্রেমেরই রূপকথা
আঁচলে দিগবালিকার
           ফুল্ল-সোহাগ  চুপকথা

বৈশাখে শাখে শাখে
ফোটাবে মনকথা সে
দেখে নিস প্রেমের চিঠি
         পেয়েছে তোর ঠিকানা

1 টি মন্তব্য:

Blogger দ্বারা পরিচালিত.