Header Ads

1 / 5
1 / 5
1 / 5
1 / 5
1 / 5

বেড়ী পায়ে সভ্যতা / মাহদী হাসান

লৌহ বেড়ী পায়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে সভ্যতা চলছে
ভবিষ্যতের গ্লানি টানতেই হবে
তাই টেনে চলেছি অর্হনিশি।

বাঁচার তাগিদে ভুরিতে তৈল মর্দন
কায়িক শ্রমের রিক্ত কলুর বলদ
তবু বেড়ী পায়ে চলতেই হবে
তাইতো খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে সভ্যতা।

ব্যস্ত রাজপথে তৈল নিয়ে নেমে
সভ্যতার চরণে করতেই হবে মালিশ
চোখ বুজেছি, বন্ধ করেছি পুস্তকের নালিশ।

একটু সভ্য হবো বলে....
অতঃপর একটু সভ্য হবো তো!

মাহদী হাসানের আগের কবিতা পড়তে ক্লিক করুন

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.