একান্ত আলাপ / মনোজ অধিকারী
১
কতটা উদ্ভিদ জানি না
কতটা নদীর উদাহরণ
ব্যাখ্যা কারতে চাই না, শুধু
একবার মেঘের হাতে
ছুঁতে চাই তোমাকে
দূর বিদূর...
২
এই ফাল্গুন যতবার এসেছে ফিরে
শিমুল ফুলে রং ধরেছে
ঝরে পড়েছে গোলাপের অজুহাতে
মনোজ অধিকারীর আগের কবিতা পড়তে ক্লিক করুন
কতটা উদ্ভিদ জানি না
কতটা নদীর উদাহরণ
ব্যাখ্যা কারতে চাই না, শুধু
একবার মেঘের হাতে
ছুঁতে চাই তোমাকে
দূর বিদূর...
২
এই ফাল্গুন যতবার এসেছে ফিরে
শিমুল ফুলে রং ধরেছে
ঝরে পড়েছে গোলাপের অজুহাতে
মনোজ অধিকারীর আগের কবিতা পড়তে ক্লিক করুন
কোন মন্তব্য নেই