Header Ads

1 / 5
1 / 5
1 / 5
1 / 5
1 / 5

বলাৎকার / চিত্রা ব্যানার্জ্জী

বলাৎকার  --------   কর্ত্তা  কে ,  সংজ্ঞা  কি  তার 
পুরুষ  কাপুরুষ  অথবা  না-পুরুষ  !!

দুর্বিনীত  পাগলপারা  কামনার  স্রোত
দিগ্বিদিক  জ্ঞানশূন্য  দৌড়
আর  কত  বয়স  প্রাণ  হবে  বলি ,
আর  কত  দ্রৌপদী  অসহায়  ,  একপাল  দুঃশাসনের  হাতে  -------
বিকৃত  মানুষ  পশ্বাধম ,  শ্রীহরি  আপাতত  অনুপস্হিত ;

বলাৎকার   বৃশ্চিকরাশী ,
বৈধ  সম্পর্কের  শয্যায় ,
সমাজরক্ষার্থে  তথাকথিত  সমাজপতিদের 
লক্ষ্মণরেখা  উল্লংঘনে ,
শিকারীর  নরমাংসের  শিকার  সর্বত্র  ;

আইনের  বাহার , বিচারের  দীর্ঘসূ্ত্র  প্রহসন
অতএব  পশুরা   নির্ভীক  ,  ঘুণের  মত  ক্রমবর্ধমান  ........

ভোগ্যের  ভাগ্য  বা  নিয়তি  !  অ স ম্ভ ব !!
জমাট  হাহাকারের  চন্ডীরূপ  ,  রক্তবীজদের   অনিবার্য্য  ধ্বংস  
সামনে  ফুটে  ওঠে  ।

তবু  মনে  হয়  যীশুর  মত  দুহাত  বাড়াই  .........
"  কি  করিতেছ  তোমরা  জান না ,  হে  অমৃতের  সন্তান ,
সামনে  বিষের  অতল  পাতাল  "   ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.