ক্লান্তির কোষ তত্ত্ব / দন্ত্যন ইসলাম
ক্লান্তির অনুপ্রবেশ ঘটে দেহকোষে- কোষগুলো
তাজা হয়ে উঠার সময়টুকু হারায় বিরাগে-
পাণি আর পানির যুক্ত ভালবাসায় ক্লান্তির
ফসল হয় সোনা- যার ভিতর থেকে জন্মায়
গোছা গোছা আত্মা- নীরব পরিচর্যায়।
দন্ত্যন ইসলামের আগের কবিতা পড়তে ক্লিক করুন
তাজা হয়ে উঠার সময়টুকু হারায় বিরাগে-
পাণি আর পানির যুক্ত ভালবাসায় ক্লান্তির
ফসল হয় সোনা- যার ভিতর থেকে জন্মায়
গোছা গোছা আত্মা- নীরব পরিচর্যায়।
দন্ত্যন ইসলামের আগের কবিতা পড়তে ক্লিক করুন
কোন মন্তব্য নেই