তুমি কি ফিরবে / তাসনিম রিফাত
তুমি কি ফিরবে ?
নাকি স্থির মেঘের মতো কেটে যাবে অনেকটা বিকেল।
আমি কি তোমার তোমার হাতে তুলে দিয়েছি ভুল ফুল?
নাকি ভুল তোমার হাতে দিয়েছি ফুল ?
এখনও ফেরো নি,রয়ে গেছো কোন দূর দিগন্তে ?
তুমি কি ফিরবে ?
নাকি অবেলায় অবহেলায় গজিয়ে উঠা বিরহ
শোনাতে চাইবে আরও কিছু স্তবক ?
আরও কিছু বিষবৃক্ষের শিকড়
অনাকাঙ্ক্ষিত বাড়বে ভেতরে ।
কত প্রতীক্ষা দিয়ে ঢাকব আর ব্যথার সতর?
তুমি কি ফিরবে?
নাকি ভাগ্যে লেখা আছে-
বাকিটা জীবন কাটাতে হবে নিজের পচনের দিকে চেয়ে থেকে।
আরও চুম্বন আঁকতে হবে
কষ্ট বাগানের নষ্ট ফুলে ।
তুমি কি ফিরবে ?
নাকি থেকেই যাবে এমন আমার
ক্রোধী ওষ্ঠের কালিমা ?
আর কতদিন ?আর কতদিন ?
অপেক্ষা ছাড়িয়েছে দিগন্ত !
আর কতকাল ভুল বোধের ঝুল বারান্দায়
শালিকের মতো অপেক্ষা করে বলতে হবে-
তুমি কি আসবে আবার ?
তুমি কি ফিরবে ?
তাসনিম রিফাত এর আগের কবিতা পড়তে ক্লিক করুন
কবিতাটি ফেসবুকে পড়তে ক্লিক করুন
নাকি স্থির মেঘের মতো কেটে যাবে অনেকটা বিকেল।
আমি কি তোমার তোমার হাতে তুলে দিয়েছি ভুল ফুল?
নাকি ভুল তোমার হাতে দিয়েছি ফুল ?
এখনও ফেরো নি,রয়ে গেছো কোন দূর দিগন্তে ?
তুমি কি ফিরবে ?
নাকি অবেলায় অবহেলায় গজিয়ে উঠা বিরহ
শোনাতে চাইবে আরও কিছু স্তবক ?
আরও কিছু বিষবৃক্ষের শিকড়
অনাকাঙ্ক্ষিত বাড়বে ভেতরে ।
কত প্রতীক্ষা দিয়ে ঢাকব আর ব্যথার সতর?
তুমি কি ফিরবে?
নাকি ভাগ্যে লেখা আছে-
বাকিটা জীবন কাটাতে হবে নিজের পচনের দিকে চেয়ে থেকে।
আরও চুম্বন আঁকতে হবে
কষ্ট বাগানের নষ্ট ফুলে ।
তুমি কি ফিরবে ?
নাকি থেকেই যাবে এমন আমার
ক্রোধী ওষ্ঠের কালিমা ?
আর কতদিন ?আর কতদিন ?
অপেক্ষা ছাড়িয়েছে দিগন্ত !
আর কতকাল ভুল বোধের ঝুল বারান্দায়
শালিকের মতো অপেক্ষা করে বলতে হবে-
তুমি কি আসবে আবার ?
তুমি কি ফিরবে ?
তাসনিম রিফাত এর আগের কবিতা পড়তে ক্লিক করুন
কবিতাটি ফেসবুকে পড়তে ক্লিক করুন
কোন মন্তব্য নেই