Header Ads

1 / 5
1 / 5
1 / 5
1 / 5
1 / 5

কিছু বেহিসাবি আঘাত / প্রিয়ঙ্কা সাবুই

 



কিছু বেহিসাবি আঘাত
প্রিয়ঙ্কা সাবুই

সুরমুর্চ্ছনারা আমাকে অল্পেই অবশ করে তোলে 
রাগ শ্রদ্ধা ভালোবাসা বুকের মধ্যে আগলে নিয়ে  
যে অজস্র নিদ্রাহীন রাত কেটে গেছে
প্লেটোনিক প্রেম সেজে সারা শরীর জুড়ে
ছায়াপথের নাবিক হয়ে ভেসে বেড়ায় আজও
এক সমুদ্র থেকে অন্য কোনো সমুদ্রের খোঁজে

জন্মদাগ ছুঁয়ে করা প্রতিশ্রুতি 
আর গোপন মুহূর্তগুলো পরস্পর দূরত্ব মাপে 
পাশাপাশি কোনো পার্কের বেঞ্চিতে বসে

একটা অপেক্ষার গলা টিপে মেরে ফেলার পর
নীল হয়ে যাওয়া মৃতদেহের দিকে তাকিয়ে
নিজেকে হত্যাকারী ভাবতে পারলে
নিজের ভেতরে জেগে উঠতে পারে নিঃশর্ত প্রেম..

দুর থেকে দেখে মনে হয়
একে অপরের দিকে তাকিয়ে রয়েছে দুটি অচিন মানুষ
আর মাঝখান দিয়ে বয়ে যাচ্ছে
               কত বেহিসাবি সংজ্ঞাহীন মুহূর্ত..

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.